টেলিটকের ওয়েবসাইট হ্যাকের অভিযোগ

By স্টার অনলাইন রিপোর্ট
15 January 2022, 13:21 PM
UPDATED 15 January 2022, 19:25 PM

রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল টেলিকম অপারেটর টেলিটকের ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডেইলি স্টারের অনেক পাঠক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আমাদের সাথে টেলিটক ওয়েবসাইটের হ্যাক হওয়া (www.teletalk.com.bd) স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, রাশিয়ান হ্যাকাররা এটি হ্যাক করেছে।

এই প্রতিবেদন লেখার সময় টেলিটকের ওয়েবসাইটে একটি নোটিস দেখা যায়। যেখানে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য ওয়েবসাইটটি ডাউন আছে।

teletalk1.jpg

এ বিষয়ে টেলিটকের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর হ্যাক হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৬ সালে টেলিটকের সার্ভার হ্যাক হওয়ার দাবি করা হয়েছিল যদিও পরে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

টেলিটকের বর্তমান গ্রাহক সংখ্যা ৬.২৭ মিলিয়ন। ২০০৪ সালে টেলিটক তার কার্যক্রম শুরু করে।