ভারত, নেপাল, শ্রীলঙ্কা,পাকিস্তানের চেয়ে বাংলাদেশে ইন্টারনেটের গতি কম

By স্টার অনলাইন ডেস্ক
30 September 2021, 08:04 AM
UPDATED 30 September 2021, 16:20 PM

ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স ২০২১ অনুযায়ী, বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের মোবাইল ইন্টারনেট গতি সবচেয়ে কম। ১১০ টি দেশের মধ্যে বাংলাদেশের সার্বিক র‌্যাংকিং ১০৩ তম।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানেরও নিচে বাংলাদেশের অবস্থান। তালিকায় ভারত ৫৯তম, নেপাল ৮৭ তম, শ্রীলঙ্কা ৮৮তম ও পাকিস্তান ৯৭তম অবস্থানে রয়েছে।

গত বছর থেকে বাংলাদেশের অবস্থান ২৫ ধাপ নিচে নেমে গেছে। বর্তমানে বাংলাদেশ এশিয়ার ৩২টি দেশের মধ্যে ৩০তম স্থানে আছে।এ ছাড়া, ব্রডব্যান্ড ইন্টারনেট স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশ ১৬তম, ব্রডব্যান্ড স্পিড গ্রোথে ৪৪তম এবং মোবাইল ইন্টারনেট স্থিতিশীলতার ক্ষেত্রে ৫৩তম স্থানে আছে।  

মোবাইল স্পিড, নেটওয়ার্ক রেডিনেস সূচক ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রেডিনেস সূচকে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ১১০তম, ৯৬তম ও ৯৬তম।

বিশ্বব্যাপী সমাদৃত ভিপিএন সার্ভিস কোম্পানি সার্ফশার্ক প্রকাশিত ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স ২০২১ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ৫টি বিষয়ের ওপর ভিত্তি করে। এগুলো হলো- ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ইলেকট্রনিক অবকাঠামো, ইলেকট্রনিক নিরাপত্তা এবং ই-গভমেন্ট।  

এর মধ্যে ইন্টারনেট সামর্থ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম, ইন্টারনেটের মানে ৮৯তম, ইলেকট্রনিক অবকাঠামোতে ৮৯তম, ইলেকট্রনিক নিরাপত্তায় ১০৩তম এবং ই-গভমেন্টে ৮৬তম।