২৯ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে আইফোন ১৩

By স্টার অনলাইন রিপোর্ট
23 October 2021, 12:09 PM

আগামী ২৯ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে আইফোন ১৩।

অ্যাপেলের বাংলাদেশে একমাত্র অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে ক্রেতারা ঢাকাসহ সারাদেশে থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কিনতে পারবেন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিপিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন ১৩। এ ছাড়া, প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন।

সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ওয়েবসাইটের মাধ্যমে আইফোন ১৩ সিরিজের যে কোনো মডেল প্রি -অর্ডার দেওয়া যাবে। তাছাড়া আইএমইআই নম্বর দিয়ে চেক করা যাবে আইফোন-১৩ আসল না নকল।