রাজ-পরীর ঈদ

By স্টার অনলাইন রিপোর্ট
10 July 2022, 05:45 AM
UPDATED 10 July 2022, 11:53 AM

চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজের দেখা মিলবে আজ বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা'র বিশেষ আড্ডায়।

প্রথমবারের মতো অভিনয়শিল্পী আফরান নিশো উপস্থাপনা করছেন আনন্দমেলা অনুষ্ঠানটি। আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর এটি প্রচারিত হবে।

চিত্রনায়িকা পরীমনি ২০১৬ সাল থেকে টানা ৬ বছর ধরে ঈদে এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন। কিন্তু আজ কোরবানি দিচ্ছেন না সেখানে।

এই বিষয়ে পরীমনির স্বামী ও অভিনেতা শরিফুল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের পরিবারে নতুন অতিথি আসতে যাচ্ছে। সেটা তো আপনারা জানেনই। এবার আসলে পরী শারীরিকভাবে সে অবস্থায় নেই। সে কারণে এফডিসিতে কোরবানি দেয়া হচ্ছে না।

চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ
চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

বাসাতেই পরিবারের সবাই মিলে ঈদের আনন্দ উদযাপন করবেন, যোগ করেন রাজ।

এদিকে আজ রোববার ঈদের দিন শরীফুল রাজ অভিনীত ও রায়হান রাফি পরিচালিত 'পরাণ' সিনেমাটি মুক্তি পেয়েছে। ঢাকার সিনেপ্লেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনেমাসহ দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি।

চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ
চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

পরাণ সিনেমায় আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।