আবারও করোনা, কানে যাওয়া হলো না অক্ষয়ের

By স্টার অনলাইন রিপোর্ট
15 May 2022, 12:01 PM
UPDATED 15 May 2022, 18:09 PM

কান চলচ্চিত্র উৎসব ২০২২ এ অংশ নেওয়ার কথা ছিলো বলিউড তারকা অক্ষয় কুমারের। সেখানে লাল গালিচায় হাঁটার কথা ছিল তার। কিন্তু দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সেটি আর সম্ভব হচ্ছে না।

বলিউড সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে জানিয়েছে, এবার কানে অতিথি হয়ে যাওয়ার কথা আছে বলিউড তারকা এ আর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুরসহ আরও অনেকের। বাকি সবার পরিকল্পনা আগের মতো থাকলেও বাদ পড়লেন অক্ষয়।

ভক্তদের জন্য হাসপাতাল থেকে অক্ষয় বলেছেন, 'আপনাদের সবার শুভেচ্ছা আর ভালোবাসায় আমি খুব শিগগির সেরে উঠব। তা ছাড়া, আমি ভালোই আছি।'

২০২১ সালের এপ্রিলে প্রথম বার করোনার কবলে পড়েছিলেন অভিনেতা।