মা হচ্ছেন আলিয়া ভাট

By স্টার অনলাইন রিপোর্ট
27 June 2022, 06:19 AM

সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট।

আজ সোমবার ইনস্টাগ্রামে এ তথ্য জানান আলিয়া ভাট।

ইনস্টাগ্রামে আলিয়া ভাট দুটি ছবি পোস্ট করেছেন। একটি ছবির ক্যাপশনে আলিয়া ভাট লিখেন—'খুব শিগগির আমাদের সন্তান আসছে।' সেখানে বলিউডের এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সহকর্মীসহ অন্যান্যরা।

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া।