শাকিব খানের সঙ্গে আবার পূজা চেরি

জাহিদ আকবর
জাহিদ আকবর
3 July 2022, 03:56 AM
UPDATED 3 July 2022, 12:34 PM

চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি আবারও শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন। এসকে ফিল্মস থেকে নির্মিত 'মায়া'য় দেখা যাবে এই জুটিকে।

গত ঈদে এস এ হক অলিক পরিচালিত 'গলুই' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন পূজা।

puja_cheri_2.jpeg
ছবি: স্টার ফাইল ফটো

২০২০-২১ অর্থবছরে 'মায়া' সিনেমাটি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এটি পরিচালক হিসেবে থাকছেন হিমেল আশরাফ।

পূজা চেরি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মায়া'র গল্প শুনেছি। অনেক ভালো লেগেছে৷ গল্প ও আমার চরিত্র সম্পর্কে এখন বিস্তারিত বলতে চাচ্ছি না। শাকিব ভাই দেশে আসলে অন্য সবকিছু চূড়ান্ত হবে।

'গলুই'-এ আমাদের রসায়ন দর্শকরা পছন্দ করেছেন বলেই দ্বিতীয়বার এক সঙ্গে অভিনয় করতে যাচ্ছি, যোগ করেন তিনি।

puja_cheri_3.jpeg
ছবি: স্টার ফাইল ফটো

'পোড়া মন ২'-খ্যাত অভিনেত্রী আরও বলেন, 'আসছে ঈদে আমার "সাইকো" মুক্তি পাবে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় আমার বিপরীতে অভিনয় করেছেন রোশান।'

সিনেমার গল্পে তাকে এক মন্ত্রীর মেয়ের চরিত্রে দেখা যাবে, উল্লেখ করে তিনি জানান, এক কথায় অসাধারণ গল্পের সিনেমা এটি।