আইয়ুব বাচ্চুর পরিবারকে ৫ হাজার ডলার রয়্যালটি
ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার
প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর পরিবারকে ৫ হাজার ডলার রয়্যালটির টাকা দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল আর্কাইভ সেন্টারে একটি বিশেষ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রয়্যালটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভিন।
আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্য, তার স্ত্রী ফেরদৌস আইয়ুব চন্দনা, ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব ও মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী কে এম খালিদের কাছ থেকে চেকটি গ্রহণ করেন ফেরদৌস আইয়ুব চন্দনা।