‘কখনো ভাবিনি আরণ্যক নাট্যদলের ৫০ বছর দেখে যেতে পারব’
নাট্যকার, অভিনেতা ও নাট্যপরিচালক মামুনুর রশীদ আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা। আজ থেকে ৫০ বছর আগে সদ্য যুদ্ধ ফেরত তরুণ এই শিল্পী গড়ে তুলেছিলেন নাটকের দলটি। বাংলাদেশের সীমানা পেরিয়ে আরণ্যকের নাটক নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন বহু দেশে। দ্য ডেইলি স্টারকে মামুনুর রশীদ জানিয়েছেন তার একান্ত কিছু অনুভূতির কথা।
একটি নাটকের দলের সঙ্গে ৫০ বছর পার করা বড় একটি ঘটনা, আপনার অনুভূতি জানতে চাই?
মামুনুর রশীদ: অনেক সংকট পার করেছি। অনেক সংগ্রাম পার করেছি। অনেক কিছুর বিনিময়ে আজ ১ ফেব্রুয়ারি আমার এবং সবার ভালোবাসার নাটকের দল আরণ্যক ৫০ বছর পার করছে। এটা আমার জীবনের বড় ঘটনা। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা। কখনো ভাবিনি আরণ্যক নাট্যদলের ৫০ বছর দেখে যেতে পারব। সেই বিরল সুযোগ আমার জীবনে ঘটেছে। আমি সত্যি আনন্দিত। সবার ভালোবাসায় আরণ্যক ৫০ বছর পার করছে। সবার প্রতি কৃতজ্ঞ।
৫০ বছর উপলক্ষে আপনার পরিকল্পনা?
মামুনুর রশীদ: সারাবছর আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আন্তর্জাতিক নাট্য উৎসব করতে চাই। সেখানে নাট্য উৎসব ছাড়াও অনেক কিছু হবে। আজ শিল্পকলায় বড় অনুষ্ঠান করতে চেয়েছিলাম, করোনার প্রকোপ কমে গেলে সেটা করব। আমরা ৫০ বছর পূর্তির জন্য স্মরণীয় করে রাখতে চাই নাটকের ইতিহাসে, সেজন্য কিছু কাজ অবশ্যই করব। সবার ভালোবাসা নিয়েই করব।
এই সময়ে এসে কাদের কথা মনে পড়ছে?
মামুনুর রশীদ: অনেক স্মৃতি, অনেক ঘটনা, অনেক কিছুই মনে পড়ে। আরণ্যক নাট্যদলের প্রথম নাটক ছিল শহীদ মুনীর চৌধুরীর 'কবর'। সেই নাটকটির প্রথম মঞ্চায়নে অভিনয় করেছিলেন প্রয়াত সুভাষ দও, আলী যাকের, ইনামুল হক। এই তিন জনকে আজকের দিনে খুব করে মনে পড়ছে। আবদুল্লাহ আল মামুনের কথা মনে পড়ছে। তিনিই নামটি রেখেছিলেন। মুজিব বিন হকের কথা মনে পড়ছে। তিনি এখন আমেরিকায় আছেন। নাজমুল হাসানের কথা মনে পড়ছে। অনেকের নাম মনে পড়ছে না। সব মিলিয়ে একটি বড় পথ পাড়ি দিয়ে এসেছি। সবার কথা স্মরণ করছি হৃদয় থেকে।
নাটকের সঙ্গে যাত্রা শুরুর বিষয়ে কোনো উদ্দেশ্য ছিল?
মামুনুর রশীদ: তখন সদ্য দেশ স্বাধীন হয়েছে। আমি কর্মহীন। কী করব ভাবছি। দেশ স্বাধীনের আগে ভেবেছিলাম; যদি স্বাধীনতা পাই দেশে ফিরে গিয়ে নাটক করব। সেই কথা মনে করে নাটকের দল প্রতিষ্ঠা করি। আমার কাছে নাটক শুধু বিনোদন নয়। নাটক হচ্ছে শ্রেণি সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার।
বাংলাদেশের মঞ্চ নাটকের অর্জন কতটুকু?
মামুনুর রশীদ: মঞ্চ নাটক নিয়ে তুলনা করতে বললে বলব- আমরা মঞ্চ নাটক দিয়ে অনেক অর্জন করেছি। অনেক ভালো অবস্থানে আছি। স্বাধীনতার ৫০ বছরে আমাদের বহু অর্জন মঞ্চ নাটকে। মঞ্চ নাটক দিয়ে ভারতের কলকাতাসহ অনেক রাজ্যে শো করেছি। পৃথিবীর অনেক দেশে শো করেছি মঞ্চ নাটক দিয়ে।