গান প্রকাশে অডিও কোম্পানির অনীহার বছর

জাহিদ আকবর
জাহিদ আকবর
30 December 2021, 10:04 AM

করোনা মহামারির কারণে ২ বছর থমকে ছিল সংগীতাঙ্গন। তবে ২০২১ সালে এসে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে গানের ইন্ডাস্ট্রি। কিন্তু সেই যাত্রায় পাশে ছিল না কোনো অডিও প্রযোজনা সংস্থা। গান প্রকাশে তাদের অনীহা ছিল বছর জুড়ে। প্রতিষ্ঠানগুলো ব্যস্ত থেকেছে নাটক প্রযোজনায়।

এ কারণে ২০২১ সালে খুব বেশি গান প্রকাশ হয়নি। এমন বক্তব্য বেশ কয়েকজন তারকা কন্ঠশিল্পীর। নিজের টাকা খরচ করে শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেলেই প্রকাশ করেছেন। তবে আশার কথা কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা সেপ্টেম্বর থেকে আবার মঞ্চ মাতানো শুরু করেছেন।

২০২১ সালের আলোচিত গানের তালিকায় আছে 'স্ফুলিঙ্গ' সিনেমার 'তোমার নামে', ইমরান-পড়শীর কন্ঠে দ্বৈত গান 'এক দেখায়', 'নেটওয়ার্কের বাইরে' ওয়েব সিনেমায় অবন্তি সিঁথির কণ্ঠে 'রুপকথার জগতে' গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এছাড়া মুজা ও তশিবার কণ্ঠে সিলেটের আঞ্চলিক গান 'নয়া দামান', শামস ভাইয়ের কণ্ঠে 'তোমায় মনে পড়ে না', 'শিল্পী' নাটকে পাবেলের কণ্ঠে 'বুক চিন চিন করছে হায়' বেলাল খান ও লিজার দ্বৈত কণ্ঠের গান 'পাখি', কাজী শুভর 'এক হাতে বাজে না তালি' গানগুলো দর্শক ভিউয়ের হিসেবে এগিয়ে ছিল।

এছাড়া বছরজুড়ে শ্রোতাদের নতুন গান উপহার দিয়েছেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, আসিফ আকবর, মিনার, ন্যান্সি, কণা, সালমা, ঐশী, কোনাল, পূজা, ঝিলিক, মিলন, মাহতিম সাকিব, জিসান খান শুভসহ আরও বেশ কয়েকজন শিল্পী।

সংগীতাঙ্গনে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে-কপিরাইট আইনে নগর বাউল জেমস এবং মাইলস ব্যান্ডের প্রধান গায়ক শাফিন আহমেদ ও হামিন আহমেদের  একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা।

সংগীত সংশ্লিষ্ট তিন সংগঠন গীতিকবি সংঘ, মিউজিক কমপোজার্স সোসাইটি ও কণ্ঠশিল্পী পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় এ বছরই সংগীত ঐক্য বাংলাদেশ গঠিত হলো।

এ ছাড়া, অন্যান্য আলোচিত বিষয়ের মধ্যে ছিল জনপ্রিয় ব্যান্ড মাইলস থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাফিন আহমেদ। বছরের শেষ দিকে আরফিন রুমি দীর্ঘ  বিরতি শেষে আবার গানে ফিরেছেন।