বাবাকে নিয়ে গুজব ছড়াবেন না, বললেন ফকির আলমগীরের ছেলে
প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর বেঁচে আছেন। শুক্রবার রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজীব রাত ১২-১৫ মিনিটে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার বাবা আগের চেয়ে অনেক ভালো আছেন। ওনার যে প্লাজমা দরকার তা পাওয়া গেছে। আইসিইউতে থাকলেও চেতনা আছে। হাঁটাচলাও করতে পারছেন। নিজেই হেঁটে বাথরুমে গিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বাবাকে দেখছি অনেক শক্ত মনোবলের। তার শারীরিক ও মানসিক শক্তি দেখে অবাক হচ্ছি। অক্সিজেনটা খুলে নিলে একটু সমস্যা হচ্ছে। এছাড়া ভালো আছেন। সবাইকে অনুরোধ করছি মিথ্যা কিছু ছড়াবেন না, গুজব ছড়াবেন না।’
করোনা আক্রান্ত ফকির আলমগীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে চিকিৎসাধীন। তাকে কোভিড ইউনিটে আইসিইউতে রাখা হয়েছে।
ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে সংগীতে একুশে পদক পান তিনি।