আশুলিয়ায় রাস্তা নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে আহত

By নিজস্ব সংবাদদাতা, সাভার
17 March 2022, 13:13 PM

সাভারের আশুলিয়ার কাঠগোড়া এলাকায় ব্যক্তি মালিকানাধীন একটি রাস্তা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।  

আহতরা হলেন- আলেকজান (৩৫), গিয়াস উদ্দিন (৪৫), ইমরান (২০) ও আনোয়ার (১৮)। তারা সবাই সাভারের আশুলিয়ার কাঠগোড়া এলাকার বাসিন্দা।

নিরাপত্তা ও হামলার আশঙ্কায় বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরদিন আজ বৃহস্পতিবার তাদের ওপর এই হামলা করা হয় বলে জানিয়েছেন আহতরা।  

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মাসুমা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহতদের মধ্যে গিয়াস উদ্দিন ও আনোয়ার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদের রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।'

হামলার শিকার হওয়া কয়েকজন জানান, ২৫-৩০টি পরিবার এবং কয়েক হাজার গার্মেন্টস শ্রমিকের চলাচলের রাস্তাটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় সেটার মালিক আলমগীর হোসেন রাস্তাটি বন্ধ করে দিয়ে স্থানীয়দের কাছে ৪০ লাখ টাকা দাবি করে।

হামলায় আহত আনোয়ারের ছোট বোন সাজেদা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাঠগোড়া এলাকায় বাড়ির পাশের মালিকানাধীন রাস্তা নিয়ে পুরনো বিরোধের জেরে তার সৎ ভাই আলমগীর, তার ছেলে ইমনসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে এবং কুপিয়ে জখম করে।'

'আমার দুই ভাইয়ের অবস্থা খুবই গুরুতর। এরকম হামলার শিকার হওয়ার আশঙ্কা থেকে আমার ভাই আনোয়ার গত বুধবার আশুলিয়া থানায় একটি জিডি করেন।'

জিডির তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক বদরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে জানান, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার ডিউটি  থাকায় জিডির বিষয়ে তদন্ত করতে পারেননি।

তিনি বলেন, 'গতকাল যিনি ডিউটি অফিসার ছিলেন, তিনি হয়তো অভিযোগের গুরুত্ব বুঝতে পারেননি তাই হয়তো আমি ব্যস্ত থাকায় আমাকে জিডির তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। জিডিটি অন্য একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হলে হয়তো তিনি ঘটনাস্থালে পরিদর্শন করতেন', বলেন বদরুল হুদা।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে অভিযুক্ত আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, তারা আমাদের ওপর হামলা চালায়, এ জন্য সংঘর্ষটি হয়েছে। হামলায় আমিসহ আমাদের ৫ জন আহত হয়েছি।