ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: বরাদ্দের চাল পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত জেলেরা!
গত ১ মার্চ থেকে ইলিশের ৬টি অভয়ারণ্যে ২ মাসের জন্য বন্ধ রাখা হয়েছে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন।
দক্ষিণাঞ্চলের ৬টি জেলার অন্তত ৬ লাখ পরিবারের নির্ভরতা এই ইলিশের ওপর। ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার এই ২ মাসে প্রত্যেক জেলে পরিবারের জন্য সরকার বরাদ্দ দিয়েছে ৮০ কেজি চাল।
অভিযোগ আসছে, এই চাল সবাই পাচ্ছেন না, বা যারা পাচ্ছেন তারাও সময়মতো পাচ্ছেন না।
কেন জেলেদের বরাদ্দের চাল নিয়ে এই অব্যবস্থাপনা? এই চাল কি তাদের জন্য যথেষ্ট? জেলে পরিবারগুলো এই দুই মাস কীভাবে চলবে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের দুর্দশা নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।