কুড়িগ্রামে লরি চাপায় তরুণী নিহত
কুড়িগ্রাম শহরে সড়ক দুর্ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে একটি ট্যাংক লরি মোটরসাইকেলে থাকা ওই তরুণীকে চাপা দেয়।
নিহত আশরাফুন নাহার মিম (১৮) কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। দুর্ঘটনার সময় তিনি একটি মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেল চালক বিপুল ইসলামকে (৩০) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আশরাফুন নাহার মিম এ বছর এসএসসি পাস করেন। স্থানীয়ভাবে তিনি সংগীতশিল্পী হিসেবে সুপরিচিত ছিলেন। আহত বিপুল একজন গিটারিস্ট। তারা বিভিন্ন অনুষ্ঠানে এক সঙ্গে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রংপুর অভিমুখী একটি ট্যাংক লরি বিপুলের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মিম ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হন। গুরুতর আহত হন বিপুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি খান মো. শাহরিয়ার জানান, ঘাতক লরিটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।