কোহলির চোটে রাহুল পেলেন ভারতকে নেতৃত্ব দেওয়ার স্বাদ

By স্পোর্টস ডেস্ক
3 January 2022, 10:49 AM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে নেই বিরাট কোহলি। পিঠের চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।

মূলত টেস্টে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন ওপেনার রাহুল। তাই কোহলি না থাকায় তার কাঁধে উঠেছে গুরুদায়িত্ব। তিনি অধিনায়কত্ব করায় পেসার জাসপ্রিত বুমরাহকে সহ-অধিনায়কের ভূমিকা নিতে হয়েছে। কোহলির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন হনুমা বিহারি।

সোমবার জোহানেসবার্গে টসের সময় কোহলির চোট নিয়ে রাহুল জানান, 'দুর্ভাগ্যজনকভাবে বিরাটের (কোহলি) পিঠের উপরের দিকের অংশে ব্যথা রয়েছে। ফিজিওরা তাকে পর্যবেক্ষণ করছে। আশা করি, পরের টেস্টের আগে সে সুস্থ হয়ে উঠবে।'

প্রথমবারের মতো ভারতকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে রাহুল যোগ করেন, 'প্রত্যেক ভারতীয় খেলোয়াড়ের স্বপ্ন হলো দেশের অধিনায়কত্ব করা। আজ আমি এই সুযোগ পেয়েছি। তাই আমি সত্যিই কৃতজ্ঞ এবং চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা এখানে (দক্ষিণ আফ্রিকার মাটিতে) বেশ কয়েকটি ভালো জয় পেয়েছি এবং সেটা চালিয়ে যেতে চাই।'

সফরকারী ভারতের একাদশে বদল একটিই। স্বাগতিক প্রোটিয়ারা নেমেছে দুই পরিবর্তন নিয়ে। আচমকা অবসরে যাওয়া কুইন্টন ডি ককের জায়গায় উইকেটরক্ষক হিসেবে ঢুকেছেন কাইল ভেরেইন। ভিয়ান মুল্ডারের জায়গা নিয়েছেন ডুয়ানে অলিভিয়ের।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত টস জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য পড়েছে বিপাকে। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২৬ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। ক্রিজে আছেন রাহুল ১৯ ও বিহারি ৪ রানে।

মায়াঙ্ক আগারওয়ালকে ভেরেইনের ক্যাচ বানিয়ে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মার্কো ইয়ানসেন। এরপর টানা দুই বলে জোড়া শিকার ধরেন অলিভিয়ের। বাড়তি বাউন্সে পরাস্ত হয়ে টেম্বা বাভুমার হাতে ক্যাচ দেন চেতেশ্বর পূজারা। গালিতে কিগান পিটারসেনের তালুবন্দি হয়ে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ নেন আজিঙ্কা রাহানে।

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রিশভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডাসেন, টেম্বা বাভুমা, কাইল ভেরেইন, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডুয়ানে অলিভিয়ের ও লুঙ্গি এনগিডি।