ভারত ও বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ আয়োজনের প্রস্তাব পেল বিসিসিআই
ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপিত হবে চলতি বছরের অগাস্টে। এই উপলক্ষে ভারত সরকারের চাওয়া, দেশটির নির্বাচিত একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে একটি ম্যাচ আয়োজিত হোক। ইতোমধ্যে সরকারের কাছ থেকে প্রস্তাব পেয়েছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সূত্রের বরাতে ভারতীয় গনমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে। দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলমান রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিকল্পনা ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের তারকা খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার। 'আজাদি কা অমৃত মহোৎসব' ক্যাম্পেইনের অংশ হিসেবে ম্যাচটি আয়োজিত হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ অগাস্ট মাঠে গড়াতে পারে ভারত ও বিশ্ব একাদশের ম্যাচ। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের একটি সূত্র এনডিটিভিকে বলেছে, 'আমরা ২২ আগস্ট ভারত একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য সরকারের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। বিশ্ব একাদশের জন্য কমপক্ষে ১৩-১৪ জন খেলোয়াড় দরকার। তাদের পাওয়া যাবে কিনা, আমাদের সেটা খতিয়ে দেখতে হবে।'
অগাস্টের ওই সময়ে ক্রিকেটারদের পাওয়া কঠিন হবে বিসিসিআইয়ের জন্য। জিম্বাবুয়ের মাটিতে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে আগামী ২০ অগাস্ট। অনেক খেলোয়াড়ের দেশে ফিরতে ফিরতে ২২ অগাস্ট হয়ে যাওয়ায় তারা অংশ নিতে পারবেন না। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রিশভ পান্তের মতো তারকারা জিম্বাবুয়েতে না যাওয়ায় বিশ্ব একাদশের বিপক্ষে তাদের খেলার সম্ভাবনা উজ্জ্বল।
তাছাড়া, সেসময় ফ্র্যাঞ্চাইজি আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলবে। ইংল্যান্ডেরও ঘরোয়া মৌসুমের খেলাও থাকবে। ফলে উঁচু মানের বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে বিসিসিআইয়ের সূত্র অনুসারে, তারা ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে হলেও ম্যাচটি আয়োজন করতে চায়।