মুখ দিয়ে লিখে স্নাতক পাস

By ইনসাইড বাংলাদেশ
17 September 2021, 15:43 PM

মুখ দিয়ে লিখেই স্নাতক পাস করেছেন ফেরদৌস আলম ফিরোজ। জন্ম থেকেই দুটি হাত অচল, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তাকে। প্রবল ইচ্ছাশক্তির জোরে তৃতীয় শ্রেণি থেকে মুখ দিয়ে লেখা শুরু করে এখন তিনি পড়ছেন স্নাতকোত্তর শ্রেণিতে।

নির্মম ভাগ্যের সঙ্গে ইচ্ছাশক্তিতে বলীয়ান এই তরুণের নিত্য সংগ্রাম নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।