সীমান্ত হাট নিয়ে কলকাতায় মমতার সঙ্গে টিপু মুনশির বৈঠক
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় 'নবান্ন'-এ অনুষ্ঠিত এই বৈঠকে সীমান্ত হাট, বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে নিয়ে তারা আলোচনা করেন।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে বর্তমানে কোনো সীমান্ত হাট নেই। মেঘালয় ও ত্রিপুরার সীমান্তে বর্তমানে চারটি সীমান্ত হাট চালু আছে। সপ্তাহে দুই দিন হাটগুলোতে পণ্য বিক্রির পাশাপাশি দুই দেশের মানুষের মিলনমেলায় পরিণত হয়।
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে বাণিজ্য সুবিধার জন্য সীমান্তে অবকাঠামো উন্নয়ন এবং পাট ও চামড়া শিল্পে বিনিয়োগের জন্য একসঙ্গে কাজ করার মতো বিষয়গুলোও আসে।
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী কলকাতায় গেছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগামীকাল শুরু হতে যাওয়া এই সামিটে ৩৫টি দেশের ৪৫০ জন ডেলিগেট অংশ নেবেন।
টিপু মুনশি এবং মমতা ব্যানার্জী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করতে গিয়ে মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গের সর্বাত্মক সমর্থনের কথা উল্লেখ করেন।
মিজোরামের শিল্পমন্ত্রীর আমন্ত্রণে টিপু মুনশি আগামী ২২ এপ্রিল তিন দিনের জন্য মিজোরাম সফরের কথা রয়েছে।