স্বল্প আয়ের মানুষদের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের মশারি ও ওষুধ বিতরণ
ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর দুই সিটি করপোরেশনের স্বল্প আয়ের মানুষদের মাঝে মশারি ও ওষুধ বিতরণ করেছে গণস্বাস্থ্য সহায়তা কেন্দ্র।
আজ শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী মডেল হাই স্কুল, সাত তলা বস্তি, কড়াইল, টিবি গেইট ও ওয়ারলেস গেইট এলাকায় এসব সামগ্রি বিতরণ করা হয়।
ডেঙ্গু মশার আক্রমণ থেকে পরিত্রাণে রিকশা-ভ্যানচালক, ফেরিওয়ালা ও ফুটপাতের ছোট দেকানদারদের ১০ হাজার পরিবারের মাঝে মশারি ও ওষুধ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রায় আট হাজার পরিবারে মশারি ও ওষুধ বিতরণ করা হয়েছে।
মশারি ও ওষুধ বিতরণের সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান মিজান, খুশির ঠিকানার উপদেষ্টা ও নাট্য পরিচালক শেখ রুনা ও খুশির ঠিকানার শাহাজালাল সিয়ামসহ অনেকে।
জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, 'গত ১৯ আগস্ট গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ আবু হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মশারি ও ওষুধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
তিনি ২০০ টাকার বিনিময়ে গণস্বাস্থ্যের স্বাস্থ্যবিমা করার আহ্বান জানিয়ে বলেন, 'আপনারা সবাই গণ স্বাস্থ্যবিমা করবেন। রিকশা-ভ্যান চালক, ফুটপাতের ছোট দোকানদার, হকাররা মাসে ২০০ টাকা অর্থাৎ দিনে সাত টাকার বিনিময়ে গণস্বাস্থ্য কেন্দ্রের এই গণ স্বাস্থ্যবিমা করতে পারবেন।'
২৪ ঘণ্টার স্বাস্থ্যসেবা দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, 'ঘনবসতি এলাকায় এসে গরীব-অসহায়, হকার, রিকশা-ভ্যান চালকদের পরিবারের সদস্যদের সপ্তাহে একদিন বিনা পয়সায় গণস্বাস্থ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন।'