১ মাসের মধ্যে পরমাণু বোমার জ্বালানি উৎপাদনে সক্ষম ইরান
ইরান ১ মাসের মধ্যে একটি পরমাণু বোমা বানানোর জ্বালানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ।
পাশাপাশি, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি দাবি করেছেন, তার দেশের হাতে ১২০ কিলোগ্রাম ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে।
আজ রোববার সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
ইরানি সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ এসলামি বলেন, 'আমরা ১২০ কেজির লক্ষ্যমাত্রা অতিক্রম করেছি। আমাদের কাছে এর চেয়ে বেশি পরিমাণের ইউরেনিয়াম আছে।'
ইরানের পরমাণু কর্মসূচি 'শান্তিপূর্ণ' উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমাদের জনগণ জানেন যে পশ্চিমের দেশগুলো তেহরান রিঅ্যাক্টরে ব্যবহারের জন্যে ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম দিতে চেয়েছিল। কিন্তু, তারা তা দেয়নি। তারা যদি তা না দেয় তাহলে তেহরান রিঅ্যাক্টর সচল রাখা কষ্টসাধ্য হয়ে পড়বে।'
গত মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছিল যে ইরানের কাছে ৮৪ দশমিক ৩ কিলোগ্রাম ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে।
আইএইএর ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির বিশ্লেষকরা বলেছেন, আন্তর্জাতিক সংস্থাটির তথ্য মতে ইরান ১ মাসের মধ্যে একটি পরমাণু বোমা বানানোর জ্বালানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।