‘৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে চীন-তাইওয়ান সামরিক উত্তেজনা’
চীনের সঙ্গে তাইওয়ানের সামরিক উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং।
রয়টার্স জানায়, তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চীন রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান প্রবেশের পর আজ বুধবার দেশটির পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী এ কথা জানান।
পার্লামেন্টে চীনের সঙ্গে বর্তমান সামরিক উত্তেজনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেন, 'সেনাবাহিনীতে যোগদানের পর থেকে ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে এখানকার পরিস্থিতি সবচেয়ে খারাপ। ভুলক্রমে গোলাগুলি শুরু হওয়ার ঝুঁকিও থেকে যাচ্ছে।'
মিসাইল, যুদ্ধজাহাজসহ অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের জন্য আগামী ৫ বছরে ৮৬০ কোটি মার্কিন ডলারের একটি বাজেট পরিকল্পনা নিয়ে পর্যালোচনার সময় সংসদীয় কমিটিকে তিনি বলেন, 'মিলিটারি ম্যান হিসেবে আমার কাছে মনে হয়, আমি সামনেই জরুরি অবস্থা দেখছি।'
তিনি বলেন, 'ইতোমধ্যেই তাইওয়ান আক্রমণ করার ক্ষমতা চীনের রয়েছে। চীন ২০২৫ সালের মধ্যে তাইওয়ানে 'পুরোদস্তুর' আক্রমণ চালাতে পারবে।
চীনের যুদ্ধবিমান বার বার তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকা দিয়ে উড়ে যাওয়ায় তাইপেই ও বেইজিংয়ের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
তাইওয়ান জানিয়েছে, গত শুক্রবার থেকে ৪ দিনের মধ্যে প্রায় ১৫০টি চীনা যুদ্ধবিমান দেশটির বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। চীনা যুদ্ধবিমানগুলো তাইওয়ানের মূল ভূখন্ড থেকে দূরে ছিল এবং কোনো গুলি চলেনি।
তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ দাবি করে চীন। প্রয়োজনে জোর করে তাইওয়ান দখল নেওয়ার কথাও জানিয়েছে বেইজিং।
অন্যদিকে, সামরিক উত্তেজনার জন্য চীনকে দায়ী করে তাইওয়ান বলছে, এটি একটি স্বাধীন দেশ। তারা নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে।