করোনায় ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি হাফিজুরের মৃত্যু
আবুল আলা মো. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (এডি) আবুল আলা মো. হাফিজুর রহমান। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার রাত ৮টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি মেহেদি হাসান।
তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর মমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাফিজুর রহমান। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।’
‘২০০০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যোগ দেন হাফিজুর’, যোগ করেন তিনি।