কুয়েতে সাবেক এমপি পাপুলের ৭ বছরের কারাদণ্ড

By স্টার অনলাইন রিপোর্ট
28 November 2021, 12:38 PM
UPDATED 28 November 2021, 18:40 PM

কুয়েতের শীর্ষ আপিল আদালত বাংলাদেশের সাবেক সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে এই হাইপ্রোফাইল মানব পাচারের মামলায় ২.৭ মিলিয়ন কুয়েতি দিনার জরিমানার আদেশ দিয়েছেন।

আজ রোববার আরবভিক্তিক সংবাদমাধ্যমে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাজা ভোগের পর আসামিকে নির্বাসিত করারও আদেশ দেন আদালত।

আদালত কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ এবং জনশক্তি পরিচালক হাসান আল খেদরকেও একই ধরনের কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে তাদের সরকারি পদ থেকে বরখাস্ত করার নির্দেশ দেন আদালত।

এ ছাড়াও, আদালত কুয়েতের সাবেক সংসদ সদস্য সালাহ খুরশেদকে ৭ বছরের কারাদণ্ড দেন এবং তাকে ৭ লাভ ৪০ হাজার দিনার জরিমানার আদেশ দেন। এটাই আদালতের চূড়ান্ত রায়।

এর আগে, গত ফেব্রুয়ারিতে কুয়েতের একটি ফৌজদারি আদালত সাবেক বাংলাদেশি সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলামকে ৪ বছরের কারাদণ্ড দন। তখন তাকে ১.৯ মিলিয়ন ডলার দিনার জরিমানার আদেশ দেওয়া হয়।

এই মামলায় অভিযুক্ত কুয়েতি কর্মকর্তাদের কাছ থেকে অবৈধ সহায়তায় পরিচালিত একটি কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে লোক নিয়ে যাওয়ার বিনিময়ে কয়েক ডজন শ্রমিকের কাছ থেকে অর্থ-গ্রহণের অভিযোগ আনা হয় পাপুলের বিরুদ্ধে।

তিনি উপসাগরীয় দেশে ৫ মিলিয়ন দিনার মূল্যের সম্পদ সংগ্রহ করেছেন বলে জানা গেছে।