‘প্রাণনাশের হুমকি’ পেয়ে দুদক কর্মকর্তার জিডি

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
31 January 2022, 07:16 AM

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

গতকাল রোববার তিনি নগরীর খুলশী থানায় এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

জিডিতে শরীফ উদ্দিন অভিযোগ করেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও অপর ১ ব্যক্তি আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাড়িতে এসে সরাসরি তাকে হুমকি দেন।

এ ব্যাপারে সন্তোষ কুমার চাকমা বলেন, 'আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।'

শরীফ উদ্দিন বর্তমানে দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ে উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রাম দুদকে কর্মরত ছিলেন। সেসময় দুর্নীতির বিভিন্ন ঘটনা তদন্ত করে আলোচিত হন তিনি।