সীতাকুণ্ডে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
12 June 2022, 10:58 AM
UPDATED 12 June 2022, 17:14 PM

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণের আগুনে দগ্ধ নুরুল কাদের (২২) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রোববার দুপুর দেড়টার দিকে পাঁচলাইশ থানাধীন পার্কভিউ হাসপাতালের আইসিইউ ইউনিটে তার মৃত্যু হয়।

পার্কভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়াল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নুরুল কাদের বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন। ৪ জুন রাতে ওই হাসপাতালের জেনারেল বেডে ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে লাইফ সাপোর্টে রাখা হয়।

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে আজ আজ রোববার ভোররাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সীতাকুণ্ডে ডিপোয় বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী গাউছুল আজম (২২) মারা যান।

গত ৪ জুন রাত ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বেসরকারি বিএম কনটেইনার লিমিটেডের ডিপোতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে।