বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ড্রিমলাইনারের ধাক্কা, তদন্তে কমিটি

By স্টার অনলাইন রিপোর্ট
17 June 2022, 07:57 AM
UPDATED 17 June 2022, 16:36 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ধাক্কার ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এতে জানানো হয়, কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বিমানের ড্রিমলাইনার উড়োজাহাজটি সৌদি আরবের রিয়াদ থেকে বিকাল সোয়া ৪টায় ঢাকায় অবতরণ করে। অবতরণের পর উড়োজাহাজটিকে ৪ নম্বর বোর্ডিং ব্রিজে আনা হয়। উড়োজাহাজ থেকে যাত্রী, ব্যাগেজ ও কার্গো অফ-লোডিং সম্পন্ন হওয়ার পর হ্যাঙ্গারে নেওয়ার সময় বোর্ডিং ব্রিজের ক্যানোপির সঙ্গে বিমানের দোরগোড়ার বোর্ডিং ব্রিজে থাকা ঘর্ষণ প্রতিরোধক রাবারের ঘর্ষণ লাগে।

বিমানের দাবি, বোর্ডিং ব্রিজের ঘর্ষণ প্রতিরোধক রাবারটি ঠিক করা হয়েছে, বিমানের কোনো ক্ষতি হয়নি। পরে নির্ধারিত শিডিউল অনুযায়ী শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে উড়োজাহাজটি রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রধান প্রকৌশলী কায়সার জামানকে প্রধান করে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'