অগ্ন্যুৎপাতের ছাইয়ের নিচে হাজারো মৌমাছি
২০২১ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। স্পেনের ক্যানারি আইল্যান্ডের কুমব্রে ভিয়েজা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল লা পালমা দ্বীপের রিসোর্ট, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলো।
এ ঘটনার ঠিক ৫০ দিন পর ক্যানারি দ্বীপপুঞ্জের চারপাশে শোনা যায় এক ধরনের গুঞ্জন। ছাইয়ের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে লুকিয়ে থাকা মৌমাছির বিশাল বাহিনী।
বিধ্বংসী অগ্নুৎপাত থামার পর স্থানীয় এক মৌ-চাষী গ্রামে ফিরে দেখেন ৫টি মৌচাকে বসে আছে হাজারও মৌমাছি। অবাক করার মতো বিষয়, অগ্নুৎপাতের ছাইয়ের নিচে চাপা পড়েও যেন কিছুই ঘটেনি।
এর কারণ হিসেবে জানা গেছে, মৌমাছিগুলো বিষাক্ত গ্যাস এবং বৃষ্টির পানি থেকে নিজেদের রক্ষার জন্য প্রপোলিস নামের এক ধরনের আঠা ব্যবহার করে। এই আঠায় নিজেদের আবৃত করে প্রচণ্ড তাপ, গ্যাস ও বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করে। এ ছাড়া সঞ্চিত মধু থেকে নিজেদের খাদ্যের যোগান নিশ্চিত করে বিরূপ পরিস্থিতিতেও অনেক দিন বেঁচে থাকতে পারে।
দ্বীপটির ৮০ হাজার বাসিন্দার মধ্যে প্রায় শ খানেন মানুষ মৌমাছি পালন করে জীবিকা নির্বাহ করেন। তাই অগ্নুৎপাত তাদের ব্যাপক ক্ষতি করলেও কালো মৌমাছিগুলো সেখানকার অর্থনীতিকে টিকিয়ে রেখেছে।
রিপলি'স বিলিভ ইট অর নট থেকে অনুবাদ করেছেন আসরিফা সুলতানা রিয়া।