ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাবে চীন

By স্টার অনলাইন ডেস্ক
7 March 2022, 09:14 AM

চীনের রেডক্রস ইউক্রেনে 'যত দ্রুত সম্ভব' মানবিক সহায়তা পাঠাবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আজ সোমবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওয়াং ই বলেছেন, রাশিয়ার সঙ্গে চীনের বন্ধুত্ব 'পাথরের মতো শক্ত'।

ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করতে বা এটিকে আগ্রাসন বলতে অস্বীকৃতি জানিয়েছে চীন। সেইসঙ্গে পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার 'বৈধ নিরাপত্তা উদ্বেগ'কে সম্মান জানাতে বলেছে দেশটি।

'একদিনে ৩ ফুট বরফ জমে না' উল্লেখ করে ওয়াং ই বলেন, 'ইউক্রেন পরিস্থিতির কারণগুলো জটিল এবং রাতারাতি ঘটেনি।'