পূর্ব ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ১৫

By স্টার অনলাইন ডেস্ক
10 July 2022, 13:36 PM
UPDATED 10 July 2022, 19:45 PM

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরের একটি ভবনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

আরও অন্তত ২৪ জন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রোববার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের জরুরি পরিষেবার স্থানীয় শাখা ফেসবুকে জানিয়েছে, 'উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে ১৫টি মরদেহ পাওয়া গেছে এবং ৫ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।'  

জরুরি পরিষেবার বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে ৩ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।