মুন্সিগঞ্জে ভেঙে যাওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘর মেরামত
মুন্সিগঞ্জে বৃষ্টির পানিতে বালু সরে গিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের ভেঙে যাওয়া অংশ মেরামত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মেরামত কাজ শেষ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গজারিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘ঘরগুলোর কাছেই বালু উত্তোলন করে সেখান থেকে বালু নিয়েই প্রকল্পের কাজ চলছিল। এতে করে সেখানে বড় গর্ত তৈরি হয়। গতকাল যখন বৃষ্টি শুরু হয়, তখন পানি বাড়ির পাশ দিয়ে সেই গর্তের দিকে যাচ্ছিল। এতে বারান্দার একটি অংশ পিলারসহ ভেঙে যায়।’
‘ভেঙে যাওয়া ঘরটির বারান্দা ও পিলারের মেরামত কাজ আজ বিকেলে সম্পন্ন হয়েছে। এ ছাড়া, বৃষ্টির পানিতে যাতে আবারও ভেঙে না যায়, এজন্য সেখানে মাটি ফেলাসহ আনুষঙ্গিক কাজগুলো চলছে। এ ঘর ওমর আলীর নামে বরাদ্দ। তবে, তিনি বিভিন্ন স্থানে রিকশা চালান। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না’, যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপহারের প্রতিটি ঘর প্রস্তুত করতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় হয়েছে বলেও জানান মোহাম্মদ তাজুল ইসলাম।