হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প ‘অক্সিজেট’ সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাতে হাইকোর্টের নির্দেশ

By স্টার অনলাইন রিপোর্ট
5 July 2021, 17:30 PM

করোনা রোগীদের অক্সিজেন সংকট সমাধানে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্ভাবিত ‘অক্সিজেট’ সম্পর্কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অ্যাটর্নি জেনারেলকে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।

আইনজীবী অনিক আর হক আদালতকে বলেছিলেন যে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘অক্সিজেট’ নামে একটি ডিভাইস উদ্ভাবন করেছে যা অক্সিজেন সরবরাহের ব্যয় কমাতে পারে এবং প্রতি মিনিটে ৬০ লিটার অক্সিজেন সরবরাহ করতে সক্ষম।

আদালতকে তিনি আরও জানান, ডিভাইসটির নকশা এবং মান ইউকে-এমএইচআরএ’র নির্দেশনার ওপর ভিত্তি করে করা হয়েছে। তবে, কোনো কোম্পানি এটি তৈরি না করায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাচ্ছে না বুয়েট।

আজ হাইকোর্ট বেঞ্চ আইনজীবী অনিক আর হককে বলেন, ‘অক্সিজেট ডিভাইস সম্পর্কে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও অ্যাটর্নি জেনারেলকে ইমেইলে বিস্তারিত জানান। আমাদের প্রধানমন্ত্রী উদ্ভাবনী মনের মানুষ। কোনও ভাল জিনিস তার সামনে আনা হলে তিনি তা বিবেচনা করেন। আমি আশা করি প্রধানমন্ত্রী অক্সিজেটের বিষয়টি বিবেচনা করবেন।’

হাইকোর্ট বলেন, ‘আমরা বিদেশ থেকে জিনিস কিনতে আগ্রহী। তবে, বুয়েট ব্যবসায়ের উদ্দেশ্যে ডিভাইসটি (অক্সিজেট) উত্পাদন করতে পারে কি না তা একটি প্রশ্ন। কারণ উত্পাদন ও কেনার বিষয়ে কিছু নিয়মকানুন আছে।’

অনিক আর হক দ্য ডেইলি স্টারকে জানান, তিনি হাইকোর্টকে কেবল রোগীদের অক্সিজেন সংকট সমাধানের জন্য হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার (এইচএফএনসি) বিকল্প হিসেবে 'অক্সিজেট' সম্পর্কে জানিয়েছিলেন।

‘আমি কোনো আদেশের জন্য হাইকোর্ট বেঞ্চের কাছে আবেদন করিনি। আদালত আমাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অ্যাটর্নি জেনারেলকে অক্সিজেট সম্পর্কে জানানোর পরামর্শ দিয়েছেন’, বলেন তিনি।