প্রখ্যাত নারী আন্দোলনকর্মী কমলা ভাসিন মারা গেছেন
ভারতের প্রখ্যাত নারী আন্দোলন নেত্রী, কবি ও গবেষক কমলা ভাসিন মারা গেছেন।
আজ শনিবার ভারতীয় সময় ভোররাত পৌনে ৩টায় তিনি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা যান বলে জানা গেছে।
কলকাতার নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মননকুমার মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'কমলা ভাসিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েকমাস আগে তার ক্যান্সার ধরা পড়ে। গতকাল শুক্রবার পরিস্থিতির অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।'
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কমলা ভাসিন ১৯৪৬ সালের ২৪ এপ্রিল রাজস্থানে জন্মগ্রহণ করেন৷ তিনি নয়াদিল্লিতে বসবাস করতেন।
কমলা রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। সমাজবিজ্ঞানী, লেখক, অনুবাদক ও দক্ষিণ এশিয়ার নারী আন্দোলন কর্মী হিসেবে সমাদৃত হন।
২০২০ সালে তিনি বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে 'ওয়ান বিলিয়ন রাইজিং' প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ সফর করেন।
ভারতে ১৯৭০ এর দশক থেকে নারী আন্দোলন নিয়ে সোচ্চার ছিলেন কমলা। ২০০২ সালে তিনি 'সঙ্গত' নামে একটি নেটওয়ার্ক তৈরি করেন। এর মাধ্যমে তিনি দেশটির প্রান্তিক নারীদের প্রশিক্ষিত করার কাজ করতেন।
লিঙ্গ-তত্ত্ব, সমতা, মানবাধিকার ও পুরুষতন্ত্র নিয়ে লেখা কমলার বইগুলো অন্তত ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।