এক নারীর সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

By ইনসাইড বাংলাদেশ
26 January 2022, 03:17 AM

শুধু নিজের ভাগ্য নয়, সোমানা সুলতানা সাথী বদলে দিয়েছেন পাবনার প্রত্যন্ত গ্রামের ৪ শতাধিক নারীর জীবন। এক সময় তিনি পড়ার খরচ যোগাতে হাতে তুলে নিয়েছিলেন সুঁই-সুতা। তাই তাকে আর্থিক সচ্ছলতা এনে দিয়েছে। আজ শুধু নিজের গ্রামে নয় দেশের বিভিন্ন অঞ্চলের দারিদ্রপীড়িত পরিবারেও তিনি এনে দিয়েছেন সচ্ছলতা।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে সোমানা সুলতানা সাথীর উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।