মালয়েশিয়ায় বহুতল ভবনে নির্মাণ কাজের দুর্ঘটনায় বাংলাদেশি কর্মীর মৃত্যু

আহমাদুল কবির
আহমাদুল কবির
27 September 2022, 15:04 PM

মালয়েশিয়ায় একটি বহুতল ভবনের নির্মাণ কাজের দুর্ঘটনায় এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম জানা যায়নি।

আজ মঙ্গলবার ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান আমপাংয়ে নির্মাণাধীন অক্সলে টাওয়ারের ৫১ তলায় ধসে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে তার মরদেহ পাওয়া যায়।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টারের কর্মকর্তা নুরুল আধা আব্দুল মজিদ বলেন, 'স্থানীয় সময় রাত ১২টা ২৩ মিনিটে খবর পেয়ে ভবনটির ৫১ তলায় ধসে পড়া কংক্রিটের নিচে একজন নির্মাণ শ্রমিকের মরদেহে পাওয়া যায়।'

কংক্রিট কেটে সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে শ্রমিকের মরদেহ বের করা হয়।

৩৫ বছর বয়সী ওই শ্রমিককে ঘটনাস্থলে যাওয়া মেডিকেল টিম মৃত ঘোষণা করে। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক: মালয়েশিয়াপ্রবাসী  সাংবাদিক