কন্ট্রাক্টের নাম সাইপ্রাস

By স্টার অনলাইন রিপোর্ট
17 December 2022, 10:17 AM

ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। শীতকালসহ সারা বছর উষ্ণ আবহাওয়ার কারণে দেশটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বিশ্বের নানা প্রান্ত থেকে বছরে প্রায় ৪০ লাখ মানুষ সাইপ্রাস ভ্রমণ করেন।

এশিয়া, আফ্রিকা ও ইউরোপ— ৩ মহাদেশের সংযোগস্থল হওয়ায় 'ইউরোপের অনিয়মিত অভিবাসন রুট' হিসেবেও জনপ্রিয় এই দ্বীপটি।

সাইপ্রাসের লিমাসোল শহরের এক নার্সারিতে কাজ করেন ২০ থেকে ২৫ জন বাংলাদেশি। তারা জানান, দালালরা দেড় থেকে ২ লাখ টাকা বেতনের চাকরি দেওয়াসহ নানা ধরনের প্রলোভন দেখিয়ে অভিবাসীদের সাইপ্রাসে নিয়ে আসে। পরে দেখা যায়, কোনো নার্সারি বা ফার্মে কাজ করতে দেয়, যেখানে বেতনও অনেক কম।

ইউরোপে যাওয়ার প্রলোভন আর কন্ট্রাক্টের ফাঁদে পড়ে কীভাবে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়ান অভিবাসীরা? সাইপ্রাসের 'অনিশ্চিত' এই অভিবাসন নিয়েই নির্মিত হয়েছে তথ্যচিত্র 'কন্ট্রাক্টের নাম সাইপ্রাস'।