পর্তুগালে শাকিবের ‘প্রিয়তমা’

By মো. রাসেল আহমেদ
14 August 2023, 05:33 AM
UPDATED 14 August 2023, 14:26 PM

ইউরোপের দেশ পর্তুগালে মুক্তি পেতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা 'প্রিয়তমা'। 

আগামী ১৯ আগস্ট রাজধানী লিসবনের আইডিয়াল সিনেমা হলে মুক্তি পাবে 'প্রিয়তমা'। পরে দেশটির দ্বিতীয় বৃহৎ শহর পর্তোতেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

শনিবার বিকেলে লিসবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা চলচিত্র 'প্রিয়তমা' ইতোমধ্যে দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় পর্তুগালপ্রবাসী বাংলাদেশিদের আকাঙ্ক্ষার কথা চিন্তা করে সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে ।

সংবাদ সম্মেলন শেষে ছবিটির 'প্রিয়তমা' ও 'ঈশ্বর' শিরোনামের জনপ্রিয় দুটি গান পরিবেশন করেন পর্তুগাল প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ আই রনি।

সিনেমার টিকিটের সংগ্রহ করা যাবে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মারতিম মুনিজে অবস্থিত বিডি সুপারমার্কেট, ইস্ট ওয়েস্ট ট্রাভেল অ্যান্ড অ্যাসোসিয়েট এবং সুন্দরবন ট্যুরিজমে।

বাংলাদেশ কমিউনিটি সংগঠক, ব্যবসায়িক নেতা, সাংবাদিকসহ কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।

প্রয়াত ফারুক হোসেনের কাহিনী ও হিমেল আশরাফ পরিচালিত রোমান্টিক-অ্যাকশন সিনেমা 'প্রিয়তমা'য় অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল ও শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

লেখক: পর্তুগালপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক