মালয়েশিয়ায় সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাংলাদেশির ২২ বছরের জেল

আহমাদুল কবির
আহমাদুল কবির
16 November 2023, 08:33 AM

মালয়েশিয়ায় ১৩ বছরের সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবুল হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশিকে ২২ বছরের জেল ও ১৫টি বেত্রাঘাতের সাজা দিয়েছেন সেখাকার আদালত।

বুধবার দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের সেরেম্বানের দায়রা আদালতের বিচারক দাতিন সুরিতা বুদিন এই ৪৪ বছর বয়সী পোশাক ব্যবসায়ীর বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রসিকিউশনের যুক্তিতর্ক শোনার পর এই রায় দেন।

এই অভিযোগে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন বাবুল। ওই তারিখ থেকে তারা সাজা কার্যকর হবে।

আদালত বলছে, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি সেরেম্বানের একটি বাড়িতে ধর্ষণের এই ঘটনা ঘটে। মেয়েটির মা দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর বাবুলের ওপর নির্ভরশীল ছিল মেয়েটি।