জাপানে মুসলিম প্রবাসীদের মধ্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা

By রাহমান মনি
27 November 2023, 11:57 AM

সিরাতুন্নবী উদযাপন উপলক্ষে জাপানে বয়সভিত্তিক 'ইসলামিক কুইজ প্রতিযোগিতা ২০২৩' অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ নভেম্বর টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন জাপান আয়োজিত এ প্রতিযোগিতায়  বাংলাদেশসহ অন্যান্য দেশের মুসলিম প্রবাসী এবং তাদের সন্তানরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান মুসলিম অ্যাসোসিয়েশনের পরিচালক জাপানিজ দাঈ ও ইসলামিক স্কলার আহমেদ মাএনো।

ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা সাবের হোসেন।

শিশু-কিশোরদের উদ্দেশে সীরাত-আলোচনা করেন প্রধান অতিথি আহমেদ মাএনো ।

প্রতিযোগিতায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামি জীবন গড়ার ওপর আগে সরবরাহ করা ৫০টি প্রশ্ন থেকে এমসিকিউ পদ্ধতিতে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হয়।

অনূর্ধ্ব-৯ বছর, ৯-১১ বছর, ১২-১৮ বছর এবং ১৮ বছরের বেশি-এই ৪ বিভাগে প্রতিযোগিতা হয়। প্রতিটি বিভাগে ১০ জন করে মোট ৪০ জনকে পুরস্কার দেওয়া হয়। 

এছাড়া অংশগ্রহণকারী সবাইকে বিশেষ পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়।