সিডনিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর নিহত

আকিদুল ইসলাম
আকিদুল ইসলাম
16 December 2023, 14:12 PM
UPDATED 16 December 2023, 20:34 PM

অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোর নিহত হয়েছে।

গতকাল শুক্রবার ভোরের এ ঘটনায় নিহত কিশোরের নাম মাহী (১৭)। 

পুলিশ জানিয়েছে, সিডনির দক্ষিণ-পশ্চিমে রেভসবির কাছে এম ফাইভ মোটরওয়েতে মিতসুবিশি ইভিও নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। প্যারামেডিকরা ঘটনাস্থলে গেলেও মাহীকে বাঁচানো যায়নি। দুর্ঘটনার সময় গাড়িতে মাহী ছাড়া কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার কারণ গতি ছিল কি না তা পুলিশ তদন্ত করছে।

দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ আগুন নেভায়, যা আশেপাশের গাছ ও ঘাসে ছড়িয়ে পড়েছিল।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক