আরব আমিরাতে গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

আব্দুল্লাহ আল শাহীন
আব্দুল্লাহ আল শাহীন
25 January 2024, 13:48 PM
UPDATED 25 January 2024, 20:05 PM

সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইনে গাড়ির ধাক্কায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম নুরুল আমিন (৩৪)।

গতকাল বুধবার উম্মুল কুয়াইন শহরে রাস্তা পারাপারের সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আমিন।

পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আমিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি হাটহাজারীর আলাওল পাড়ার ফতেহপুর গ্রামের মৃত জেবল হোসেনের ছেলে।

আমিনের স্বজন সাজ্জাদ হোসেন জানান, তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দেশে পাঠানো হবে।