ডেইলি স্টার-প্রথম আলোতে হামলায় অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ক্ষোভ

By স্টার অনলাইন রিপোর্ট
21 December 2025, 13:59 PM
UPDATED 21 December 2025, 21:13 PM

বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে অস্ট্রেলিয়ায় প্রবাসি লেখক ও সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। 

আজ রোববার সন্ধ্যায় সিডনির লাকেম্বাতে প্রতিবাদ সভার আয়োজন করে সংগঠনটি।  

সভায় এ ঘটনাকে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে একটি "কালো দিন" আখ্যা দেন বক্তারা। 

বলেন, 'প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম লুটপাট স্পষ্টভাবে প্রমাণ করে যে দেশজুড়ে ভয়ভীতি সৃষ্টির মাধ্যমে সাংবাদিকতা দমনের সংঘবদ্ধ অপচেষ্টা চলছে।'

একইসঙ্গে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট-উদীচীতে হামলার ঘটনা দেখিয়ে দেয়—এটি কেবল গণমাধ্যম নয়, মুক্তচিন্তা ও সংস্কৃতির ওপরও আক্রমণ বলে জানান তারা। 

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। 

গণমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও সাংবাদিক হত্যাচেষ্টার সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত দাবি করেন তারা। 

একই সঙ্গে দেশ-বিদেশের সব বিবেকবান মানুষ, সাংবাদিক সমাজ ও মানবাধিকারকর্মীদের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে ও আকিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ফয়সাল আহমেদ, এস এম দিদার হোসেন, বেলাল হোসেন ঢালী, মোস্তাফিজুর রহমান মঞ্জু, হাজী মো. দেলওয়ার হোসেন, এহতেশামুল মুজিব মৃদুল, আতাউর রহমান, অর্ক হাসান, দিলারা জাহান, মো. রেজাউল করিম, শরিফুল ইসলাম স্বপন, শাকিল সিকদার, সামসুল আরেফিন রিয়াদ।