অনেক প্রথম ঘটনা নিয়ে তারিন

By স্টার অনলাইন রিপোর্ট
7 March 2017, 07:30 AM
UPDATED 7 March 2017, 13:33 PM

নতুন একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। মাইক্রোওভেনের একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাঁকে। এটি নির্মাণ করছেন পূজা রোজারিও।

এক বছর পর নতুন কোন বিজ্ঞাপনের মডেল হলেন তারিন। তাঁর সহশিল্পী হিসেবে দেখা যাবে কারার মাহমুদকে।

দ্য ডেইলি স্টার অনলাইনকে তারিন বলেন, “বিজ্ঞাপনটিতে অনেক কিছুই ঘটেছে যা জীবনে প্রথম। চলতি বছরে এই প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করলাম। পূজা রোজারিওর সঙ্গে প্রথম কাজ করা। প্রাণ-আরএফএল এর কোনো পণ্যের প্রথম মডেল হলাম। অনেক প্রথম আছে এটাতে।”

তিনি আরও জানান, “টিভিসির জন্য অনেক অফার পাই। তবে পণ্য ও নির্মাণ ভাবনা পছন্দ হয়না বলে কাজ করি না। এই টিমটা অসাধারণ। তাঁদের সঙ্গে কাজ করে বেশ আনন্দ পেয়েছি।”