আপনারাও খান, শাহরুখ পান

By কলকাতা প্রতিনিধি
3 August 2017, 09:01 AM
UPDATED 3 August 2017, 16:40 PM

শাহরুখ খানের সঙ্গে দেখা হয়নি? তাতে কি; শাহরুখ খান তো এখন সবার মুখে মুখে ফিরছেন। মাত্র ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে বলিউডের সুপার হিরো শাহরুখ খানকে। না, তবে একটু যুক্ত করতে হবে! ওই অভিনেতাকে সশরীরে নয় পাওয়া যাবে শাহরুখ খানের নামে পান।

এতোদিন বারানসির বিখ্যাত পানের দোকানের খবর চাপা ছিল গালে ভরা পানের মতোই। কিন্তু বুধবার থেকে ‘শাহরুখ খান পান’ নিয়ে হৈচৈ বেধে গিয়েছে ভারতীয় গণমাধ্যমে। কেননা, বারানসির তাম্বুলাম এলাকায় অভিনেত্রী অনুস্কা শর্মা এবং ‘জব হ্যারি মেট সেজল’ ছবির পরিচালক ইমতিয়াজ আলিকে সঙ্গে নিয়ে শাহরুখ নিজেই গিয়েছিলেন ওই পানের দোকানে। দোকানটি স্থানীয়ভাবে বেশ কয়েক বছর ধরে মিষ্টি পান বিক্রি করে বিখ্যাত হয়ে গিয়েছিল। শাহরুখের গালে পান যাওয়া মাত্র সেই খ্যাতির দ্যুতি যেন সুনামির মতো ছড়িয়ে পড়ছে।

শাহরুখ খানও বিখ্যাত পানের দোকানের বানানো পান খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। বলেন, চলচ্চিত্রের কারণে আগে অনেকবারই পান খেতে হয়েছিল। কিন্তু বারানসির তাম্বুলামের পানের দোকানের পান সত্যিই মধুর মতো।

shahrukh_anushka1.jpg
আনুস্কার হাত থেকে 'শাহরুখ পান' এর স্বাদ নিচ্ছেন শাহরুখ খান। ছবি: হিন্দুস্তান টাইমস

তাম্বুলামের পানের দোকানের কর্ণধার সতীশ কুমার তাঁর দোকানে সুপার স্টারকে পেয়ে অভিভূত। দোকান পা রাখা মাত্র তাঁর বিখ্যাত পানের দোকানের বিক্রি হওয়া সব পান ‘শাহরুখ খান’ এর নামে বিক্রির ঘোষণা করেন। শাহরুখ খানের নামে পানের দামও ঠিক করে দেওয়া হয় ৩৫ রুপি।

প্রিয় নায়কের নামের পান খেতে তাই ছোট্ট পানের দোকান বুধবার সন্ধ্যা থেকেই বিশাল লাইন থাকছে। ভক্তরা একজন পান খেয়ে অন্যজনকেও উৎসাহিত করে বলছেন। আপনারও খান; শাহরুখ পান।