আলাদা হয়ে যাচ্ছেন তাহসান-মিথিলা

By স্টার অনলাইন রিপোর্ট
20 July 2017, 09:36 AM
UPDATED 20 July 2017, 16:05 PM

আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাচ্ছেন তাহসান ও মিথিলা। গত কয়েকমাস ধরেই আলাদা থাকতেন দুজনে। অবশেষে একবারে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাহসান জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে ডির্ভোস হবে তাদের।

২০০৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন দুজন। ২০১৩ সালের ৩০ এপ্রিল জন্ম নেয় এই দম্পতির একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খান।

দ্য ডেইলি স্টারকে দেওয়া মিথিলার সাক্ষাৎকার: এখনো অনেক পথ বাকি

তাহসান দ্য ডেইলি স্টারকে বলেন, “খুব শিগগিরই আনুষ্ঠানিক ভাবে ডিভোর্সে যাচ্ছি আমরা। গত কয়েকমাস ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিলাম আলাদা থাকার। জানি এই সিদ্ধান্তে  অনেকে ব্যথিত হবেন। সে জন্য দুঃখ প্রকাশ করছি।”

তাহসান আরো বলেন,  “সব সময়ই সম্পর্কটা ভালোবাসা ও নীতিবোধের মধ্যে রেখেছিলাম। আশা করবো এই সিদ্ধান্তের পরও সেটা এমনি থাকবে। এই কঠিন সময়ে আমাদের ভক্তরা আমাদের সাথে থাকবেন বলেই বিশ্বাস করি আমরা।” মিথিলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে  পাওয়া যায়নি।