এক বিজ্ঞাপনে ৬ তারকা
বিজ্ঞাপনটিতে অংশ নেওয়া ছয় তারকা মম, জোভান, সুজনা, তাহসান, মিথিলা ও হাবিব ওয়াহিদ, ছবি: জাজ্জেল প্রডাকশন হাউজ
নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন এ সময়ের জনপ্রিয় ছয় তারকা। ব্যতিক্রমধর্মী বিজ্ঞাপনটিতে নিজেদের পছন্দ-অপছন্দের কথা বলেছেন তাঁরা।
এই তারকারা হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, অভিনেত্রী মম, কণ্ঠশিল্পী-অভিনেতা তাহসান, মডেল-অভিনেত্রী সুজনা, অভিনেত্রী মিথিলা এবং মডেল-অভিনেতা জোভান। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন জোবারের আনান।
নির্মাতা প্রতিষ্ঠান জাজ্জেল প্রডাকশন হাউজ বিষয়টা নিশ্চিত করে বলেছে, প্রথমবারের মতো এই ছয় তারকা একসঙ্গে এমন বিজ্ঞাপনে থাকছেন।
ক্যাম্পেইনটির শুটিং হয়েছে গাজীপুরে। আগামী কয়েকদিনের মধ্যে ক্যাম্পেইনটি ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।