ক্রিকেট, প্রেম আর ঈর্ষা নিয়ে আসছে ‘ছক্কা’

By স্টার অনলাইন রিপোর্ট
19 April 2017, 11:32 AM
UPDATED 19 April 2017, 17:35 PM

ক্রিকেট প্রেম আর ঈর্ষা নিয়ে তৈরি করা হয়েছে ‘ছক্কা’ টেলিছবি। এটি রচনা করেছেন আসাদ জামান এবং পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এতে অভিনয় করছেন সাফা কবির, মিশু সাব্বির ও অ্যালেন শুভ্র। আগামী ঈদে দেখা যাবে তাঁদের। ক্রিকেটার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অ্যালেন শুভ্র, মিশু সাব্বিরকে।

টেলিছবিটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ওয়াসিম খান, নবী, রিপন, মনিরা মিঠু, প্রমুখ।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ক্রিকেট খেলাকে বিষয়বস্তু করে এটি তৈরি করেছি। গল্পটিতে রয়েছে জীবনের বিভিন্ন আবেগ যেমন প্রেম, ঈর্ষা, রাগ, অভিমান।”

চ্যানেল আইয়ের ঈদুল ফিতরের বিশেষ আয়োজনে প্রচারিত হবে টেলিছবিটি।