‘খুব লক্ষ্মী ছেলে আমার’

By স্টার অনলাইন রিপোর্ট
14 May 2017, 09:48 AM
UPDATED 14 May 2017, 15:52 PM

নতুন মা চিত্র নায়িকা অপু বিশ্বাস। তার সন্তানের বয়স মাত্র আট মাস। শাকিব খান—অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয়। মা দিবসে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে মা হওয়ার অনুভূতি নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস...

“আমার সন্তান আবরাম খান জয়ের বয়স এখন মাত্র আট মাস। মা হওয়ার পর এখন পর্যন্ত শুটিং করিনি। পুরো সময়টা ছেলের সঙ্গেই থাকছি। মাঝেমধ্যে পারিবারিক কাজে বাইরে যেতে হয়। তখন খুব সকালে ঘুম থেকে উঠি। জয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করি। দেশের বাইরে থেকে ওর বাবা (শাকিব খান) একটা বিশেষ খাবার আনিয়েছেন। এই বয়সের বাচ্চাদের জন্য ভীষণ ভালো। সেটা খাইয়ে তবেই বের হই। ওকে রেখে বাইরে যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়। হাত বাড়িয়ে আমার সঙ্গে যেতে চায় মনে হয়। তাকে শান্ত করতে খুব কষ্ট হয়। যখন বাসায় ফিরি বুঝতে পারি অপেক্ষা করছিল। আমাকে দেখেই কোলের মধ্যে  ঝাঁপিয়ে পড়ে। জয় বাবু বলে ডাকলে আর রক্ষা নেই। বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে। খুব লক্ষ্মী ছেলে আমার। কোলে নিই তখন ভুলে যাই আমি একজন অভিনেত্রী। অন্য মায়েদের মতোই ওর সবকিছু করি। ভাবতে খুব ভালো লাগে ওর মা আমি।

এখনো কথা বলতে শেখেনি জয়। তবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কথা বলার। তিন-চার দিন ধরে পা-পা করছে। ওর বাবাকে খবরটা জানিয়েছি। শুরুতে মা-মা না বলে পা-পা করছে দেখে খুব অভিমান হয়েছিল আমার। পা-পা করার সময় ওর দিকে চোখ বড় করে তাকালেই হেসে ফেলে। সব অভিমান তখন জল হয়ে যায়। জয়ের জামাকাপড় আমিই পরিষ্কার করি। মা হয়েই থাকতে চাই।”