মিস ইউনিভার্সে এবার বিচারক সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা

By স্টার অনলাইন রিপোর্ট
22 January 2017, 07:36 AM
UPDATED 22 January 2017, 14:39 PM

১৯৯৪ সালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিশ্বসুন্দরীর মুকুট উঠেছিল সুস্মিতা সেনের মাথায়। এরপর কেটে গেছে ২৩ বছর। আবারও সেই চেনা মঞ্চে ফিরে যাচ্ছেন সুস্মিতা।

তবে এবার আর মিস উইনিভার্স হবার জন্য না, তিনি যাচ্ছেন মিস ইউনিভার্স খুঁজে বের করার দায়িত্ব নিয়ে।

বিচারকদের তালিকায় তার নাম দেখে বেশ উচ্ছসিত সুস্মিতা। নিজের ইন্সট্রাগ্রাম একাউন্টে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বিশ্বজয়ীর সম্মান পাওয়া ম্যানিলায় ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব এক্সাইটেড।

রশ্মিতা হরিমূর্তি
রশ্মিতা হরিমূর্তি। ছবি: সংগ্র্রহ

এ বছর ভারত থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে মুকুটের দাবি নিয়ে লড়ছেন রশ্মিতা হরিমূর্তি। মজার বিষয় হচ্ছে যে বছর সুস্মিতা সেন মিস ইউনিভার্স হন সেবছরই বেঙ্গালুরুতে জন্ম হয় রশ্মিতার।