চার জমজ বোন মৌসুমী হামিদের অতিথি

By স্টার অনলাইন রিপোর্ট
25 January 2017, 11:14 AM
UPDATED 25 January 2017, 17:18 PM

অতিথি হিসেবে চার জমজ বোন মনি-মুক্তা, মুন-রাফি, হাসনা-হেনা এবং জাহান-সাহান আসবেন মৌসুমী হামিদের উপস্থাপনায় ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানে।

বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে জিটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

এটি প্রথমে তানিয়া আহমেদ, এরপর ফারহানা নিশো ও আজমেরী হক বাঁধন উপস্থাপনা করেছেন। শুধু উপস্থাপক নয় অনুষ্ঠানের ধরনেরও পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, নারীদের নিয়ে এই প্রতিযোগিতামূলক গেমশোতে রয়েছে ভিন্নতার ছোঁয়া।