‘টিউবলাইট’ নিয়ে হাসাবেন সালমান

By স্টার অনলাইন রিপোর্ট
8 February 2017, 11:12 AM
UPDATED 8 February 2017, 17:18 PM

ভক্তদের মন মাতাতে আবারো দৃশ্যপটে আসছেন সালমান খান। তাঁর সঙ্গে থাকছে শিশু শিল্পী মতিন রে তাঙ্গু।

সালমান খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ সাল্লু-তাঙ্গুর হাস্যরস দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আশা করেন বলিউডের এই বিগ স্টার।

ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে। ছবির প্রচারণার অংশ হিসেবে পরিচালক কবির খান এবং অভিনেতা সালমান মাঝেমধ্যে শুটিংয়ের কিছু দৃশ্য টিজার ইমেজ হিসেবে ভক্তদের জন্য শেয়ার করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান তাঁর ‘কিউট’ কো-স্টারের সঙ্গে দু’টি ছবি প্রকাশ করেছেন। তাঁর আশা, তাদের নতুন ছবিটি ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো আবারো দর্শকদের হৃদয় দোলা দিতে সক্ষম হবে।

তাঙ্গুর সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠ করতে এখন সালমানকে একটু আলাদা করে সময় দিতে হচ্ছে তাকে। সম্প্রতি তাঙ্গুকে একটি বিয়ের অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন সালমান। মুম্বাইয়ে জ্যাকি চ্যানের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন দু’জনে।

১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘টিউবলাইট’-এ একজন চীনা মেয়ের সঙ্গে একজন ভারতীয়ের প্রেমের ঘটনা দেখানো হতে পারে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া